অফিস ফ্যাশন–
ঋতু পরিবর্তন এর সাথে সাথে আরামের কথা মাথায় রেখে আমাদের পোশাকের রুচিতেও আসে ভিন্নতা । কিন্তু প্রকৃত অর্থে কেমন হওয়া উচিত গরমের পোশাক? এ নিয়ে প্রায়ই দ্বিধা -দ্বন্ধে ভুগতে হয়। নিজের বাড়িতে চাইলে যেমন তেমন কাপড় পড়তেই পারেন। কিন্তু অফিসে তো এমন করা যায় না। আরামের সাথে গরমে ফ্যাশনের কথাও চিন্তা করতে হবে। জেনে নিন গরমে চাকরি জীবী নারীদের অফিস ফ্যাশন কেমন হওয়া উচিত?
ক্যাজুয়াল ড্রেসঃ
আপনার যদি প্রতিদিন অফিসে যেতে হয় তবে আপনি সুতি, লিলেন এবং খাদি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং এই কাপড় গুলি গরমে আসা ঘাম শুষে নেয়।। এই কথা মাথায় রেখে খাদি কুর্তি বা সুতির লং টপের সঙ্গে জিন্স পরতে পারেন।
হাতে বোনা কাপড়
ফ্যাশন ডিজাইনাররা কিন্তু হাতে বোনা কাপড়কেই সবচেয়ে মূল্যবান ফ্যাশন মনে করেন। একটা সময় ছিল, যখন হাতে বোনা মানেই বোঝা হতো তা কম দামি। অথচ আমাদের সংস্কৃতির একটি অংশ এই হ্যান্ডলুম। তাই হাতে বোনা কাপড়, হ্যান্ড ডায়েড স্কার্ফ বা ড্রেস, হ্যান্ড ব্লক প্রিন্ট মেটিরিয়ালের পোশাক গরমে কর্মজীবী নারীদের বেশি করে রাখা উচিত।
ফরম্যাল পোশাকে ফ্যাশন
কর্পোরেট প্রতিষ্ঠানের পোশাক একটু আলাদা হয়। গরমে সিন্থেটিক বা পলিয়েস্টার শার্ট না পড়ে বাদ দিয়ে টাই অ্যান্ড ডাই, হ্যান্ড প্রিন্টেড কাপড়ের শার্ট বানিয়ে নিয়ে পড়লে গরমে তা অনেক বেশি আরামদায়ক হবে। আবার শিফট ড্রেস বা কাফতান ড্রেসও গরমে অফিসে চলতে পারে, কিন্তু মেটিরিয়াল হতে হবে দেশিয়।
শাড়িই সেরা
গরমে খুব পরিশ্রম না করে নিজেকে সুন্দর দেখাতে চাইলে ছোট হাতার ব্লাউজ়ের সঙ্গে হ্যান্ডলুম শাড়ি পড়াই হলো সেরা উপায়। জার্সি ব্লাউজ় বা গেঞ্জি টপের সঙ্গে শাড়ি পরে নিতে পারেন। আর যদি সারা দিন খুব দৌড়ে বেড়ানোর কাজ না হয়, তা হলে পুরো গ্রীষ্মকাল জুড়ে চার-পাঁচটা শাড়িই টিশার্ট বা বোলেরো জ্যাকেট বা জার্সি ব্লাউজ়ের সঙ্গে পড়ে নিতে পারেন। ফুল স্লিভ বা হালকা কাপড়ের লং জ্যাকেটের সঙ্গেও শাড়ি পড়তে পারেন।
পার্টির ফ্যাশন
একই পোশাকে সারাদিন অফিস করে, তারপরে সেই পোশাকেই পার্টি বা বিয়ের অনুষ্ঠানে যাবেন না। গরমে সুতির পোশাক পড়াই ভাল। শার্টকে ছোট করে ব্লাউজ় বানিয়ে শাড়ির সঙ্গে ম্যাচ করিয়ে পড়তে পারেন। তাতেও আপনাকে গ্ল্যামারাস লাগবে।
সাজপোশাকঃ
পোশাকের সাথে মানিয়ে যায় তেমন সামারটাইম হ্যাট এই সময়ের সঙ্গী হতেই পারে। কুর্তি, শার্ট, ম্যাক্সি বা স্কার্টের সাথে তো চমৎকার মানিয়ে যায় এসব হ্যাট। কখনো বা একটি স্কার্ফ চুলে আলগোছে বাঁধা, দরকারে যা রোদ থেকে মাথা বাঁচাবে। গ্রীষ্মকালের দুইটি দারুণ অনুষঙ্গ। সাজপোশাকেও ভিন্নমাত্রা নিয়ে আসতে এমন হ্যাট বা স্কার্ফের এমন একটি স্টাইল বেশ কার্যকরী। দরকার মতন ব্যবহার করুন যেকোনটি।
স্টাইলিশ ব্যাগঃ
পিঠে বিশাল এক ব্যাকপ্যাক নিয়ে বের হওয়া বাদ দিন। ব্যাগ হিসেবে ব্যাকপ্যাক বেশ স্টাইলিশ এবং যেকোন প্রয়োজনে আপনি এটিকে ব্যবহার করতে পারেন, খুব ছোট আকৃতির ব্যাকপ্যাকও সহজলভ্য তাই অল্প জিনিষপত্র বহন করতেও এই ব্যাগ ব্যবহৃত হয়। কিন্তু গরমের সময় পুরো পিঠজুড়ে একটি থলের বসে থাকাটা আপনাকে যথেষ্ট অস্বস্তি দেবে। তাই বেশি জিনিষপত্র বহন না করার থাকলে ভিন্ন রকম ব্যাগ বেছে নিন এই সময়। স্টাইলিশ সাইড ব্যাগগুলো গ্রীষ্মকালের জন্য ভালো পছন্দ হতে পারে।
আরামদায়ক জুতাঃ
পোশাকের সঙ্গে আরামদায়ক জুতো বা চটি পরতে পারেন। যদি জিন্স পরেন তাহলে তার সাথে সুতির জুতো বা বেলি পরতে পারেন।।
পোশাক বিষয়ক তথ্য পেতে জয়েন করুন আমাদের ফেইসবুক গ্রুপ এবং ফলো করুন আমাদের পেইজ