কাপড় ধোয়ার সঠিক নিয়ম
টিপস এন্ড ট্রিকস

কাপড় ধোয়ার সঠিক নিয়ম

কাপড় ধোয়ার নিয়ম-

ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের দেশে ধুলাবালি বেশি। তাছাড়া মানুষের শরীরও অতিরিক্ত ঘামে। তাই কাপড় ময়লা হয় বেশি। ফলে আমাদের নিয়মিত কাপড় ধুতে হয়। কাপড় ধোয়ারও রয়েছে কিছু টুকিটাকি নিয়ম। অনেক সময় দেখা যায় কাপড় পরিষ্কার করতে গিয়ে কাপড়ের সুতা কিংবা রং নষ্ট হয়ে যায়, আবার অসাবধানতার কারণে অনেক সময় কাপড় ছিঁড়ে যায়। একটু সতর্কতা অবলম্বান করলে কাপড়কে সহজেই ভাল রাখা যায় দীর্ঘদিন। কাপড় ধোয়ার ঝামেলা থেকে রেহাই পাওয়ার কোন উপায় নেই। যদি বাসায় ওয়াশিং মেশিন থেকেও থাকে এরপরও ঝামেলার শেষ নেই। কাপড়ের ফ্যাব্রিক যেমন আলাদা, প্রত্যেক ফেব্রিকে কাপড় ধোয়ার নিয়ম ও কিন্তু আলাদা। কাপড় ধোয়ার নিয়ম গুলো অনুসরণ করে খুব সহজেই আপনার কাপড় একদম নতুন রাখতে পারবেন পুরো বছর জুড়ে।

  • ডিটারজেন্ট কখনো সরাসরি কাপড়ের উপর ঢালবেন না ব্যবহার করবেন না। প্রথমে কাপড় তারপর পানি এবং এরপর ডিটারজেন্ট দিবেন। যদি ব্লিচ ব্যবহার করে থাকেন , তবে প্রথমে পানি, তারপর কাপড় এবং সবশেষে ব্লিচিং ডিটারজেন্ট দিয়ে দিবেন।
  • অতিরিক্ত ময়লা কাপড়ের সঙ্গে অন্য কাপড় একসঙ্গে ভেজাবেন না। এতে করে এক কাপড়ের দাগ অন্য কাপড়ে লেগে যেতে পারে।
  • বাইরে পরার পোশাক—শার্ট, প্যান্ট, টি-শার্ট, শাড়ি ও অন্য পোশাকগুলো পরিষ্কারে অবশ্যই কম ক্ষারযুক্ত পাউডার ব্যবহার করতে হবে। কারণ কাপড় পরিষ্কারে বেশি ক্ষারযুক্ত পাউডার ব্যবহার করলে কাপড়ের রং ও সুতার ক্ষতি হয়। বাইরে পরার পোশাক শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে পারেন। বিশেষ করে সিল্ক ও পশমি কাপড়গুলো শ্যাম্পু দিয়ে ধোয়া নিরাপদ। এতে কাপড়ের রং ভালো থাকবে। ভারী কাপড় যেমন—ডেনিমের শার্ট, প্যান্ট ইত্যাদি কাপড় উল্টো করে তারপর ধুয়ে ফেলুন। এতে ভেতরের ময়লা ভালোভাবে পরিষ্কার হবে।
  • সুতি কাপড় ধোয়ার আগে পানির মধ্যে কিছুক্ষণ লবণ মিশিয়ে রেখে দিয়ে ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন, কাপড়ের রং নষ্ট হবে না। এ ছাড়া কাপড়ের রং ঠিক রাখতে বেকিংসোডা ব্যবহার করুন। এতে কাপড়ের উজ্জ্বলতা বাড়বে। ওয়াশিং মেশিনে বা এক বালতি পানিতে আধা কাপ বেকিংসোডা দিয়ে দিন। কাপড়ের রং ঠিক থাকবে।
  • রঙিন কাপড় ধুতে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন। অনেক দিন নতুনের মতো রং থাকবে। শুধু সাদা নয়, রঙিন কাপড় ধোয়ার পর নীল-জলে ডুবিয়ে নিলে রং বেশ চকচকে দেখাবে।
  • সাদা কাপড় সবসময় অন্য কাপড় থেকে আলাদা ভেজাবেন। অন্য কাপড় থেকে রং না উঠলেও , ধোয়ার সময় রং উঠতে পারে এবং আপনার সাদা কাপড় নষ্ট হয়ে যাবার সম্ভাবনা ৯০%
  • সাদা কাপড়ে উজ্জ্বলতা আনতে আধা কাপ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মেশান এবং এই মিশ্রণটি দিয়ে সাদা কাপড় ধুয়ে ফেলুন।
  • জিন্স, শার্ট, প্যান্ট ইত্যাদি ভারী কাপড়  উল্টো করে  ধুয়ে ফেলুন। এতে  করে  কাপড়ের অভ্যন্তরীণ ময়লা ভালভাবে পরিষ্কার হবে।
  • সাদা সুতির কাপড় ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করুন। গরম পানিতে ডিটারজেন্ট গুলে কিছুক্ষণ কাপড় ডুবিয়ে রাখুন।
  • ডেনিম জাতীয় কাপড় যেমন জিন্সের প্যান্ট, শার্ট আলাদা ধোয়াই ভালো।
  • উলের কাপড়গুলো গরম পানিতে ধোবেন না। খুব বেশিক্ষণ ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে রাখবেন না, এতে উল নষ্ট হয়ে যেতে পারে।
  • সাদা কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করতে আধা কাপ ভিনেগারের সাথে দুই টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মেশান। এই মিশ্রণটি দিয়ে কাপড় ধুয়ে ফেলুন।
  • কাপড় বেশিক্ষণ দড়িতে ঝুলিয়ে রাখলে কাপড়ের আকার নষ্ট হয়ে যায়।
  • যে কোন কাপড় ধুতে দেওয়ার আগে এর ট্যাগ চেক করে নিন। বিশেষ করে সেনসিটিভ কাপড়ের ক্ষেত্রে এটি বেশি প্রযোজ্য। ট্যাগে কাপড় ধোয়ার নিয়ম উল্লেখ থাকে।
  • কোনো কাপড়ের জিপার খোলা রেখে ওয়াশিং মেশিনে না দেওয়াই ভালো। এতে ওয়াশিং মেশিনে দাগ পড়তে পারে। এ ছাড়া অন্য কাপড়ও এতে নষ্ট হতে পারে।
  • কাপড় শুকানোর জন্য ড্রায়ার ব্যবহার করবেন না। যতটা সম্ভব বাইরে শুকাতে দিন। আর যেসব কাপড়ের রঙ রোদে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সেগুলো রোদে না দেওয়াই ভালো।
  • ওয়াশিং মেশিনের ফিল্টার বছরে একবার অন্তত পরিষ্কার করবেন এবং ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে ভালোমতো ব্রাশ দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিবেন ফিল্টার।
  • কোনো কাপড় প্রথমবার ধোয়ার সময় অবশ্যই আলাদাভাবে পরীক্ষা করে নেবেন। কারণ নতুন কাপড় থেকে রং ওঠার আশঙ্কা থাকে। এ ক্ষেত্র পুরনো কোনো কাপড়ের সঙ্গে ধুয়ে দেখতে পারেন অন্য কাপড় নষ্ট হয় কি না।
  • সাদা সুতির পোশাক ধোয়ার জন্য গরম পানি ব্যবহার করুন। গরম পানিতে ডিটারজেন্ট গুলে কিছুক্ষণ কাপড় ডুবিয়ে রাখুন।
  • রঙিন পোশাক কড়া রোদে দেবেন না। বাতাস চলাচল করে-এমন ছায়াযুক্ত স্থানে শুকাতে দিন।
  • কাপড় প্রথমবার ধোয়ার সময় অবশ্যই আলাদাভাবে পরীক্ষা করে নেবেন কাপড় থেকে রং ওঠে কিনা।
  • বেশিক্ষণ ডিটার্জেন্ট পাউডারে কাপড় ভিজিয়ে রাখবেন না। এতে সুতা নরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে।
  • কোনো কাপড়ের জিপার খোলা রেখে ওয়াশিং মেশিনে না দেওয়াই ভালো। এতে ওয়াশিং মেশিনে দাগ পড়তে পারে। এ ছাড়া অন্য কাপড়ও এতে নষ্ট হতে পারে।
  • কোনো কাপড় প্রথমবার ধোয়ার সময় অবশ্যই আলাদাভাবে পরীক্ষা করে নেবেন। কারণ নতুন কাপড় থেকে রং ওঠার আশঙ্কা থাকে। এ ক্ষেত্র পুরনো কোনো কাপড়ের সঙ্গে ধুয়ে দেখতে পারেন অন্য কাপড় নষ্ট হয় কি না।

কাপড় ধোয়ায় ভুল-

ঠাণ্ডা পানিতে কাপড় ধোবেন নাঃ
অনেকে ভাবেন গরম পানি দিয়ে কাপড় ধুলে কাপড়ের রং জ্বলে যায় বা নষ্ট হয়ে যায়। কিন্তু শুধু ঠাণ্ডা পানি সবসময় আপনার কাপড়ের জন্য ভালো নয়। এটি আপনার কাপড়ের ময়লা বা দুর্গন্ধ দূর করতে যথেষ্ট নয়। এক্ষেত্রে জেনিফার পরামর্শ দিয়েছেন কাপড় ধুতে গরম পানি ব্যবহার করার।


ইলাস্টিক কাপড়ে ব্লিচ ব্যবহার নয়ঃ
সাদা কাপড়কে ঝকঝকে করতে ব্লিচ ব্যবহার করা হয়। কিন্তু যেসব কাপড়ে ইলাস্টিসিটি রয়েছে সেগুলোর জন্য এই ব্লিচ খারাপ। মোজা, টি-শার্ট বা ইলাস্টিক কাপড়ে ব্লিচের বদলে ডিটারজেন্ট বা হোয়াইটনার ব্যবহার করা উচিত।

ডিটারেজেন্ট ব্যবহারের সময় প্যাকেটের গায়ে লেখা পরিমাণ অনুসরণ করুনঃ

সাধারণত কাপড় ধোয়ার সময় আমরা নিজেদের আন্দাজমতো পরিমাণে ডিটারজেন্ট ব্যবহার করি। কিন্তু এটা উচিত নয়। নির্দিষ্ট পরিমাণের তুলনায় কম ডিটারজেন্ট ব্যবহার করলে প্রতিবার ধোয়ার পর কাপড়ের রং নিষ্প্রভ হয়ে যেতে থাকবে। নিশ্চিত হোন ডিটারজেন্টের প্যাকেট বা কন্টেইনারের গায়ে লেখা সঠিক পরিমাণ আপনি অনুসরণ করছেন।


শুধুমাত্র রংভেদে নয়, কাপড় আলাদা করুন তাপমাত্রা বুঝেঃ
কাপড় ধোয়ার সময় আমরা সাদা ও রঙিন কাপড় আলাদা করে তারপর ধুই। কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় কোন কাপড় কতটুকু তপমাত্রা গ্রহণ করতে পারবে তা বুঝে কাপড় আলাদা করুন। এতে করে কাপড়ের রং ও বুনট অনেকদিন ভালো থাকবে।

কাপড় ধোয়া তো শেষ হলো, এবার সঠিক উপায়ে কাপড় শুকাতে হবে। কাপড় ধোয়ার পর খুব বেশি মোচড়াবেন না। কড়া রোদে কাপড় শুকালে রং জ্বলে যেতে পারে। বাতাস চলাচল করে—এমন ছায়াযুক্ত স্থানে শুকাতে দিন। কাপড় সব সময় উল্টো করে মেলে দেবেন। এতে কাপড়ের রং ভালো থাকবে। শুকিয়ে গেলে কাপড় ইস্ত্রি করে পরুন। এতে দেখতে যেমন ভালো লাগবে, তেমনি কাপড়ের স্থায়িত্বও বাড়বে।

পোশাক বিষয়ক তথ্য পেতে জয়েন করুন আমাদের ফেইসবুক গ্রুপ এবং ফলো করুন আমাদের পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *